ময়মনসিংহে আ.লীগের সম্মেলন, পোস্টার–ফেস্টুনে ছেয়ে গেছে শহর

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁদের কর্মীরা এসব তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন। আজ বিকেলে নগরের টাউনহল এলাকায়
ছবি: আনোয়ার হোসেন

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতাদের তোরণ, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহ নগর। আগামী শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনস্থলে চলছে মঞ্চ নির্মাণের কাজ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের জিলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, টাউন হল মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে ফুটপাত বন্ধ করে তোরণ নির্মাণ করা হয়েছে। সড়ক বিভাজকে ফেস্টুনের কারণে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাচ্ছে না। জেলা ও মহানগরে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁদের কর্মীরা এসব তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সম্মেলনে উপস্থিত থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। নতুন কমিটিতে যাঁরা আসবেন, তাঁদের দায়িত্ব থাকবে, নির্বাচনের আগে আওয়ামী লীগকে সর্বোচ্চ ঐক্যবদ্ধ অবস্থায় রাখা। তাই নতুন কমিটিতে কারা পদ পাচ্ছেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। এদিকে পদপত্যাশী নেতারা ছুটছেন কেন্দ্রীয় নেতাদের কাছে।

মহানগরের সভাপতি পদে বর্তমান সভাপতি এহতেশামুল আলম, সহসভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক ও সাদেক খানের পক্ষে নগরে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া মহানগরের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবেও একাধিক নেতার প্রচারণা চোখে পড়েছে।

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে
ছবি: আনোয়ার হোসেন

এদিকে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আইনজীবী জহিরুল হক খোকা আবারও সভাপতি প্রার্থী। এ ছাড়া সভাপতি প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন খান, হালুয়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ খানের প্রচারণা দেখা গেছে। এই তিনজনের বাইরেও আরও একাধিক নেতা-কর্মীর নাম আলোচনায় আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মহানগরের সভাপতি হিসেবে আমাকে সুযোগ দেন, তাহলে আমি নিজের সর্বশক্তি দিয়ে দলের জন্য কাজ করব।’

মহানগরের বর্তমান সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি দলকে সুষ্ঠুভাবে চালিয়েছি। আমি আশা করি, আমাকে আবার সভাপতির দায়িত্ব দেওয়া হবে।’  

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ ফখরুল বলেন, ‘সম্মেলন উপলক্ষে আমাদের সব প্রস্তুতি রয়েছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনার মাধ্যমে অথবা ভোটিংয়ের মাধ্যমে হতে পারে। আমাদের ভোটিংয়ের প্রস্তুতি রয়েছে। তবে কীভাবে কমিটি হবে, সেটা নির্ভর করছে কেন্দ্রীয় নেতাদের ওপর।’

এর আগে ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০১৬ সালের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জহিরুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোহিত উর রহমানের নাম ঘোষণা করা হয়।