শেখ হাসিনার নামে স্লোগান, চট্টগ্রামের ডবলমুরিংয়ে ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে এক দল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়।
নগরের পাঠানটুলি এলাকায় ঝটিকা এই মিছিল বের করা হয় সকাল সাতটার পর। মিছিলের ভিডিওচিত্রটিতে দেখা যায় ১০ থেকে ১৫ জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,’ ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি,’ ‘আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা।’
মিনিটখানেক স্থায়ী এই মিছিলের সামনে থাকা দুই তিনজনের মুখে মাস্কও দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, মিছিলের ভিডিও ছড়িয়ে পরার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকালবেলা ১০ থেকে ১২ জনের একটি দলকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা যায়। এ রকম একটি ভিডিও আমরা একটি দেখেছি। এর পর পাঠানটুলী এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ভিডিওটা আগের নাকি আজকের সেটি যাছাই করছি।’