‘বিক্ষোভ দেখাতে’ ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডের ৬১ জনকে গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের আলিনগর এলাকার ৬১ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গত ২৩ আগস্ট উপজেলার ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি। আজ রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, পাহাড় ঘেরা দুর্গম জঙ্গল সলিমপুর গ্রামে সরকারি পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতিতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ প্রক্রিয়া বানচাল করতে গতকাল রাতে ৬৩ জন বাসিন্দা দুটি বাসে করে ঢাকার দিকে রওনা হন। ঢাকায় প্রেসক্লাব কিংবা অন্য কোনো জায়গায় তাঁরা বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন বলে প্রশাসন খবর পেয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে ৬৩ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই করে ৬১ জনকে মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়। তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি দুজনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।