হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নিহত তিনজনের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে রাখা হয়েছে।রোববার সকালে
ছবি: প্রথম আলো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার সকালে উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আবদুল হকের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার মুছা মিয়া (৬৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিন আরোহী মারা যান। আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক কামাল প্রথম আলোকে বলেন, সুরতহাল শেষে লাশ তিনটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।