বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রুহিতার পাড় এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জের কলসকাঠীর দিয়াতলী এলাকার বাসিন্দা ফরিদ মাঝির ছেলে সাগর হোসেন (১৮)। সাগর বাকেরগঞ্জের গাড়ুরিয়া এলাকার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহত অন্যজন সিলেট নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মাজিমপুর এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৬০)। তিনি সম্প্রতি বাকেরগঞ্জে তাবলিগ জামায়াতে এসেছিলেন।

থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত সাগর ও তাঁর বন্ধু অমি (১৮) বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ধরে মোটরসাইকেলে করে লেবুখালীর দিক থেকে বাকেরগঞ্জ সদরের দিকে আসছিলেন। আর নুরুজ্জামান রুহিতার পাড় এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নুরুজ্জামানকে ধাক্কা দেয়। এতে সাগর নামের ওই কলেজছাত্র ও পথচারী নুরুজ্জামান ঘটনাস্থলে নিহত হন। আহত অমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।