চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্য রাতে নগরের হালিশহর থানার এক্সেস রোডের বেপারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের ১৬ ও দুজনের বয়স ১৭। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনই স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা ছিনতাইকারী হিসেবে পরিচিত। গতকাল রাত ১২টার দিকে হালিশহর এক্সেস রোড এলাকায় মো. আলমগীর নামের এক ব্যাটারি রিকশাচালকের রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে তারা তিনজন। ছিনতাই করতে না পেরে একপর্যায়ে চালক আলমগীরকে ছুরিকাঘাত করে চলে যায়। এই ঘটনায় চালক বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মধ্যরাতে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি ছুরি, নগদ ৮৭০ টাকা উদ্ধার হয়।
এর আগে গত বুধবার নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পাহাড়তলী ও ডবলমুরিং এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার আসামিদের বয়স ১৮ থেকে ২৫। র্যাব বলছে, তাঁরা সবাই চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরে অন্তত ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। একেক দলে রয়েছে ৫ থেকে ১৫ জন। পুলিশের হিসাবে নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্যসংখ্যা অন্তত ১ হাজার ৪০০। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ৬৪ জন ‘বড় ভাই’। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত বলে জানায় পুলিশ। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ৩৪টি।
চলতি বছরের শুরুতে নগর পুলিশের করা এক জরিপে উঠে আসে, নগরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম-দশম শ্রেণির ছাত্রদের অনেকে ক্লাস ফাঁকি দিয়ে অভিভাবকদের অগোচরে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’দের প্ররোচনায় জড়াচ্ছে অপরাধে। শুরুতে তারা হিরোইজম (বীরত্ব) দেখানোর জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পরে তা থেকে বের হতে পারে না।