সমিতির টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত, হৃদ্‌রোগে হামলাকারীর মৃত্যু

হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গ্রাম্য সমিতির টাকা নিয়ে বিরোধের জেরে মো. জয়নাল (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে, এমন খবরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান হামলাকারী হাবিবুর রহমান (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর ও জয়নাল দুজনেই ওই এলাকার বাসিন্দা। মো. জয়নাল বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার ৪৩ জন সদস্য নিয়ে তাঁরা একটি গ্রাম্য সমিতি গঠন করেন। প্রতি সপ্তাহে সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করেন জয়নাল। সব টাকা তাঁর কাছেই জমা থাকে। এ নিয়ে গতকাল সন্ধ্যায় সমিতির আরেক সদস্য হাবিবুরের সঙ্গে জয়নালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে আঘাত করে পালিয়ে যান হাবিবুর। স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে জয়নালকে ছুরিকাঘাতের পর পালিয়ে গিয়ে সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে তাঁর ফুপুর বাড়িতে আশ্রয় নেন হাবিবুর। হাবিবুরের ফুফু আয়েশা বেগম বলেন, হাবিবুর রহমান গতকাল সন্ধ্যার পরে তাঁর বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরে ফোনে খবর আসে, জয়নাল মারা গেছেন। এ  খবর শুনে হাবিবুর মাটিতে পড়ে যান। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসাল্লি বিনতে ফয়েজী প্রথম আলোকে বলেন, জয়নালের নাভির নিচে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।