ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

ধর্ম অবমাননার প্রতিবাদে আজ বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরাপ্রথম আলো

ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘প্রাথমিক তদন্তে স্বপ্নীলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এটি যেহেতু রাষ্ট্রীয় ইস্যু, তাই রাষ্ট্রপক্ষই হয়তো মামলা করবে। যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করব।’

কাজী ওমর সিদ্দিকী আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বপ্নীলকে ২৪ ঘণ্টা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। যদি যথার্থ ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে।

এর আগে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাঁরা জানান, কয়েক দিন ধরে স্বপ্নীল মুখার্জি তাঁর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা করে মন্তব্য করছেন। সহপাঠীরা তাঁকে এ বিষয়ে একাধিকবার নিষেধ করেছেন। কিন্তু তিনি একই কাজ করে যাচ্ছেন। তাঁরা বাধ্য হয়ে মাঠে নেমেছেন। শিক্ষার্থীদের দাবি, স্বপ্নীলকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। বর্তমানে ক্যাম্পাস বন্ধ। এরপরও তাঁরা এখানে এসে প্রতিবাদ করছেন।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রক্টরের কার্যালয়ে তিন দফা দাবি পেশ করেন। তাঁদের দাবিগুলো হলো স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কার করা, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা এবং ৪৮ ঘণ্টার মধ্যেই দাবি বাস্তবায়ন করা।