দুই প্রার্থীর সমর্থকেরা একই স্থানে সভা ডাকায় হরিণাকুণ্ডুর জটারখালী এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটারখালী এলাকায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীরা একই সময় ও স্থানে নির্বাচনী সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ রোববার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যায় এলাকায় মাইকযোগে প্রচার করে প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, আজ সন্ধ্যায় হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের সামনে জটারখালী এলাকায় কর্মিসভা ডাকেন নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকেরা। একই স্থানে পথসভা ডাকেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর সমর্থকেরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জটারখালী ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকা বা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা কেউই সভার অনুমতি নেননি। কোনো সভা করতে হলে ২৪ ঘণ্টা আগে অনুমতি নেওয়ার কথা। যেহেতু অনুমতি ছিল না, তাই এটি অবৈধ সভা ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংঘাত যেন না হয়, এ জন্য যানমালের নিরাপত্তা রক্ষার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে।