প্রধান তিন সড়ক বেহাল

বৃষ্টির পানি জমে সড়কে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কের ওপর পানি জমে চলাচলে ভোগান্তি বেড়েছে। গত মঙ্গলবার সান্তাহার পৌরসভার পূর্বাশা সিনেমা হলের সামনের সড়কে
ছবি: প্রথম আলো

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার প্রধান তিনটি সড়ক বেহাল হয়ে আছে। সংস্কার না হওয়ায় এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে বৃষ্টির পানি জমে সড়কে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সান্তাহার রেলগেট থেকে শুরু করে হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হয়ে সাইলো পর্যন্ত প্রায় এক কিলোমিটার, সান্তাহার-নওগাঁ সড়ক থেকে পৌরসভা অফিস হয়ে হবির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এবং সান্তাহার-নওগাঁ সড়কের পূর্বশা সিনেমা হলের সামনের সড়কের সবচেয়ে খারাপ অবস্থা।

সরেজমিন দেখা যায়, তিনটি সড়কের অধিকাংশ জায়গার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। এতে যানবাহন চলাচলে সমস্যা হয়। পথচারীরাও ভোগান্তিতে পড়েন। এদিকে সড়কের পাশে ড্রেনেজব্যবস্থা না থাকায় সড়কের ওপর দীর্ঘ সময় পানি আটকে থাকে। নোংরা পানি ও ময়লা পার হয়ে সবাইকে যাতায়াত করতে হয়।

সান্তাহার রেলগেট থেকে সাইলো সড়ক পর্যন্ত এক কিলোমিটার সড়ক দিয়ে হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি একই সড়ক দিয়ে সান্তাহার ইউনিয়ন ও আদমদীঘি সদর ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন। বেহাল সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী ও লোকজনকে নাজেহাল হতে হয়।

হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমানা জাহান জানায়, দুই বছরের বেশি সময় সড়ক বেহাল। অনেক কষ্ট করে তাদের বিদ্যালয়ে যেতে হয়।

সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, ‘সান্তাহার পৌরসভার চেয়ে ইউনিয়নের সড়ক অনেক ভালো। পৌরসভার মধ্যেও অনেক দিন সড়ক সংস্কার করা হয় না।’

এদিকে সান্তাহার-নওগাঁ সড়ক থেকে পৌরসভা কার্যালয় হয়ে হবির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক একই রকম বেহাল। মহিলা কলেজের মূল ফটকের পাশে কোনো ড্রেনেজব্যবস্থা নেই। দিনের পর দিন সড়কের ওপর পানি জমে থাকে এবং সড়কের বেশির ভাগ জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দের।

সান্তাহার পৌরসভার নির্বাহী প্রকৌশল রেজাউল করিম বলেন, পৌরসভা এলাকায় মোট পাকা সড়কের পরিমাণ ৪২ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পাকা সড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য গত অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) প্রকল্প পাঠানো হয়েছিল।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, সরকার উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।