বাঁশখালীতে কৃষিজমির মাটি কাটায় একটি এক্সকাভেটর ও দুটি ডাম্প ট্রাক জব্দ

চট্টগ্রাম জেলার মানচিত্র

রাতের আঁধারে কাটা হচ্ছিল কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি। খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান মাটি কাটায় জড়িত ব্যক্তিরা। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ও দুটি ডাম্প ট্রাক।

গতকাল সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন থেকে খননযন্ত্র ও ডাম্প ট্রাক দুটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।

ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, বিভিন্ন ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে ফসলি জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছিল। জব্দ হওয়া খননযন্ত্র ও ডাম্প ট্রাকগুলোর মালিককে শনাক্তের চেষ্টা চলছে। এরপর এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সাইদুজ্জামান চৌধুরী জানান, শীত মৌসুমে একটি চক্র ফসলি জমির মাটি কাটায় সক্রিয় হয়ে উঠে। প্রতি ট্রাক মাটি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।