চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সালেহা বেগম (৪০)। গতকাল শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।
আজ শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সবশেষ প্রতিবেদনে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সালেহা বেগমের বাড়ি জেলার মিরসরাই উপজেলায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে করোনায় এ মাসে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন নগরের এবং দুজন উপজেলার বাসিন্দা। নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে চারজন এবং এভারকেয়ার হাসপাতালে দুজনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে চলতি মাসে মোট করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৬৩ জন নারী ও এক শিশু।