ইলিশ নেই সন্দ্বীপ চ্যানেলে, খালি হাতে ফিরছেন জেলেরা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে ধরা পড়ছে না ইলিশ। ফলে খালি হাতে উপকূলে ফিরছেন জেলেরা। রোববার দুপুরে উপজেলার কুমিরা ঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

সারি সারি ইলিশ ধরার নৌকা ভিড়ছে ঘাটে। কিন্তু জেলেদের মন ভালো নেই। কোনো নৌকায় দুই কেজি, আবার কোনো নৌকায় পাঁচ কেজির বেশি ইলিশ নেই। জেলেরা জানালেন, সন্দ্বীপ চ্যানেলে ইলিশ নেই, তাই খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় উজান থেকে চ্যানেলে মিঠাপানির স্রোত নেই। এর ফলে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না তাঁরা।

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই দিবাগত রাত ১২টার পর থেকে ইলিশ ধরতে সাগরে নামেন জেলেরা। সেই থেকে গত ৯ দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটের জেলেদের ইলিশ ধরার চিত্র এটি। যদিও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গত ৯ দিনে সন্দ্বীপ চ্যানেলে ৯০ টন ইলিশ ধরা পড়েছে। কিন্তু জেলেরা বলছেন, তাঁরা যে পরিমাণ ইলিশ পেয়েছেন, সেই হিসাবে কোনোভাবেই এত ইলিশ ধরা পড়ার কথা নয়।

গতকাল রোববার বেলা ১১টার দিকে কুমিরা ঘাটে গিয়ে দেখা যায়, সারি সারি নৌকা সন্দ্বীপ চ্যানেল থেকে ঘাটে ফিরছে। কোনো নৌকায় পাঁচজন আবার কোনো নৌকায় এরও বেশি শ্রমিক। কিন্তু মাছের সংখ্যা পাঁচটির কম। ইলিশ কম পাওয়ায় পাইকারেরও দেখা নেই।

কুমিরা ঘাটে কথা হয় জেলে সুমন জলদাসের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের মন ভালো নেই। ৬৫ দিন তাঁরা সাগরে যাননি। কিন্তু মাছ ধরতে গিয়ে দেখেন, সাগরে ইলিশ নেই। ৯ দিনে ৩ হাজার টাকার ইলিশ ধরেছেন। অথচ তাঁর সাড়ে ৯ হাজার টাকা খরচ হয়ে গেছে।

অপর জেলে হরিধন জলদাস প্রথম আলোকে বলেন, তাঁর ২০টি জাল সাগরে ফেলা আছে। সেখান থেকে মাছ ধরে আনতে একটি নৌকায় চারজন শ্রমিক যেতে হয়। প্রতিবার সাগরে যেতে দেড় হাজার টাকার জ্বালানি লাগে। তাঁর জালে ছোট আকারের আটটি (দুই কেজি) ইলিশ ধরা পড়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বছর ৬৫ দিন বন্ধের পর প্রথম ৯ দিনে ২০০ টনের বেশি ইলিশ ধরা পড়েছিল। কিন্তু এ বছর ৯০ টন ইলিশ ধরা পড়েছে।

ইলিশ কম ধরা পড়ার কারণ জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ বছর বর্ষায় বৃষ্টি কম হয়েছে। এর ফলে উজান থেকে পর্যাপ্ত মিঠাপানির স্রোত আসছে না সন্দ্বীপ চ্যানেলে। এ কারণে গভীর সাগর থেকে চ্যানেলগুলোর দিকে ইলিশ কম আসছে। এ জন্য চ্যানেলগুলোতে ইলিশ কম ধরা পড়ছে। কিন্তু যাঁরা গভীর সমুদ্রে জাল ফেলছেন, তাঁদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি না হলে চ্যানেলে ইলিশে আসার সম্ভাবনা কম বলে তিনি জানান।