ফুলপুরে সম্মেলনে যাওয়ার পথে বিএনপির নেতাদের গাড়িতে হামলার অভিযোগ

ময়মনসিংহের ফুলপুরে বিএনপির নেতাদের গাড়িতে হামলা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা মোট চারটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) ভাঙচুর করেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কুইরা ব্রিজ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ বিএনপির।

হামলার শিকার গাড়িবহরে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে ফুলপুর উপজেলার বিএনপির সম্মেলন ছিল। সেখানে যোগদানের জন্য হালুয়াঘাট উপজেলা থেকে নেতারা গাড়িতে করে আসছিলেন। ফুলপুর উপজেলার কুইরা ব্রিজ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতার নেতৃত্বে হামলা হয়। হামলাকরীরা মোট চারটি ব্যক্তিগত গাড়িতে হামলা ভাঙচুর করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এমরান সাহেল ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে হামলার কথা জানান। এদিকে হামলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর থেকে কয়েক শ বিএনপির নেতা-কর্মী ঘটনাস্থলে যান। পরে নেতা-কর্মীরা একযোগে গাড়িগুলোসহ ফুলপুরে সম্মেলনে যোগ দেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির কোনো নেতাকে পায়নি। শুনেছেন, হামলার শিকার হওয়া গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি।