ফুল উৎসবের সমাপনী এম এ আজিজে, মাতাবেন জেমস
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নগরের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এ কনসার্টের অন্যতম আকর্ষণ নগর বাউল। এদিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।
জানা গেছে, স্টেডিয়ামের ভেতরে স্টল ও ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা রাখা হবে। যাতে দর্শকদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। যাতে স্টেডিয়ামের বাইরে থাকা লোকজন অনুষ্ঠান উপভোগ করতে পারেন। মাঠে টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা। টিকিটের তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে রয়েছে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ গান পরিবেশন করবে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এর মধ্যে ১৫ হাজার মাঠে ও ২০ হাজার দর্শক গ্যালারিতে থাকবেন।’