দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

সিলেটের শাহজালাল উপশহরের একটি ফ্ল্যাটের একটি ঘর থেকে দুর্গন্ধ আসছিল। উৎস খুঁজতে গিয়ে বাসার তত্ত্বাবধায়ক দেখেন যে ঘরটি ভেতর থেকে আটকানো। একপর্যায়ে তত্ত্বাবধায়ক বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে সুমাইয়া জান্নাত (২২) নামের এক নারীর অর্ধগলিত ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার সকালে শাহজালাল উপশহরের ই ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া সুমাইয়া সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার কুচাই এলাকার শাহ মঈনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ফ্রান্সের প্রবাসী পরিচয় দিয়ে কয়েক মাস আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন সুমাইয়া জান্নাত। ভাড়া নেওয়ার সময় তিনি তত্ত্বাবধায়ককে জানিয়েছিলেন যে বাসায় তাঁর ছোট ভাই ও বোন যাতায়াত করবেন। এ ছাড়া তাঁর তেমন কোনো আত্মীয়স্বজন নেই। বাসায় ওই নারী একাই থাকতেন। কয়েক দিন ধরে ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এর মধ্যে গতকাল মঙ্গলবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বাসার তত্ত্বাবধায়ক দরজা ভেতর থেকে আটকানো দেখে পুলিশে খবর দেন। সকালে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে কয়েকজন জানান, লাশ উদ্ধার হওয়া নারীর সঙ্গে এক প্রবাসীর বিয়ে হয়েছিল। প্রায় তিন বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। সুমাইয়ার সঙ্গে তাঁর বাবার বাড়ির লোকজনেরও তেমন যোগাযোগ ছিল না।

শাহপরান থানার শাহজালাল উপশহর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল। প্রাথমিকভাবে ছয়-সাত দিন আগে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ও ভেতর থেকেও আটকানো ছিল। পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।