‘আমরা বসন্তের কোকিল চাই না, ত্যাগী নেতাদের চাই’

ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দলের কমিটিতে ত্যাগী ও প্রবীণ নেতাদের খুঁজে বের করে স্থান দিতে হবে। নিজেদের পকেট ভারী করা যাবে না। আমরা বসন্তের কোকিল চাই না, ত্যাগী নেতাদের চাই।’ আজ শনিবার ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব, খেলা হবে। দেখা যাবে কত ধানে কত চাল।’  

আজ দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এরপর তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গণফোরামের নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা পালানোর পথ পাবেন না, মন্ত্রীরা পালানোর পথ পাবেন না। অথচ দুর্নীতির মামলায়, অস্ত্রের মামলায় হাওয়া ভবনের এই যুবরাজ পলাতক। ২০০৮ সালে আর রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। অথচ এখন তিনি লন্ডনে বসে হুংকার ছাড়েন। তারেক রহমান আগের দিন যে বক্তব্য দেন, পরের দিন কামাল হোসেনও একই বক্তব্য দেন। কামাল হোসেনের পকেটে সব সময় বিদেশের ভিসা থাকে। তিনি আজ দেশে, তো কাল দেশের বাইরে। কামাল হোসেন রাজনীতির রহস্যপুরুষ।’

ওবায়দুল কাদের বলেন, ‘মহাসমাবেশ কাকে বলে, সেটি আগামীকাল চট্টগ্রামের জনসভায় দেখা যাবে। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা করবেন। তাঁর পক্ষ থেকে আমি আজ এ বার্তা দিয়ে গেলাম।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।