হাটহাজারীতে হত্যা মামলার প্রধান আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে আবুল ফয়েজ (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর রেলগেটের উত্তরে পশ্চিমপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

আবুল ফয়েজ হত্যা মামলায় ছয় মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন বলে জানিয়েছে পুলিশ। প্রায় ১ বছর ১০ মাস তিনি কারাগারে ছিলেন। ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজাদী বাজার এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই ছেলে-মেয়ের বাবা।

পুলিশ জানায়, ওই ব্যক্তি তাঁর বাসায় শোবার ঘরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলে ছিলেন। পুলিশ খবর পেয়ে তাঁর লাশ নামিয়ে আনেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১২ আগস্ট ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারের ব্যবসায়ী আনোয়ারুল আজিমকে (৪০) তাঁর বাড়ির সামনে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর গ্রেপ্তার হন আবুল ফয়েজ। পরে তাঁকে এ মামলায় প্রধান আসামি করা হয় এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যা জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন। জামিনে বেরিয়ে এসে ফতেপুর ইউনিয়নের পশ্চিমপট্টি এলাকার একটি ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার এসআই আলী আকবর বলেন, নিহত আবুল ফয়েজ ফটিকছড়ির ধর্মপুরের আনেয়ারুল আজিম হত্যার প্রধান আসামি। তাঁর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তাঁরা কাজ করছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবার মামলা করেছে।