তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, সঙ্গে ঝলমলে রোদ

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। এর মধ্যেই গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। ছবিটি মঙ্গলবার সকাল সোয়া আটটায় পঞ্চগড় সদরের শিংপাড়া এলাকা থেকে তোলাছবি: রাজিউর রহমান

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে গত কয়েক দিনের ঘন কুয়াশা কেটে আজ সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় স্বস্তি ফিরেছে সবার মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ে গত শনিবার রাত থেকে ঘন কুয়াশা ঝরতে শুরু করে। এরপর রবি ও সোমবার দিনের বেশির ভাগ সময়ই দেখা যায় কুয়াশা। এতে সূর্যের তীব্রতা ছড়াতে না পারায় প্রায় সারা দিনই অনুভূত হয় শীত। গতকাল রাতভর টিপ টিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরলেও আজ সকালে তা কমতে থাকে। সকাল ৯টার পর ছড়াতে থাকে ঝলমলে রোদ।

পঞ্চগড় শহরের পানের দোকানদার সোনাজুল ইসলাম বলেন, ‘রাতে প্রচুর কুয়াশা ছিল। সকালে যখন বাড়ি থেকে বের হই, তখনো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। তবে এখন কুয়াশা কমে সূর্যের দেখা পাওয়ায় মনে হচ্ছে দিনে কিছুটা গরম লাগবে।’

রিকশাচালক শাহজাহান আলী বলেন, ‘আইজকা ভোরে কুয়াশার লগত (সঙ্গে) ঠান্ডাখানও খুব কইচ্ছে। এলা রোদ উঠিবা ধরিচে, বাপু। দিনডা বোধে ভালোই যাবে। বেশি ঠান্ডা হইলে কাস্টমার (যাত্রী) বেশি পাওয়া যায় না।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় কুয়াশা কমে গেছে। কুয়াশা কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাস সহজেই তেঁতুলিয়ায় ঢুকছে। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলা রোদ থাকায় মানুষের মধ্যে স্বস্তিও থাকবে। এখন থেকে ধীরে ধীরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে। এই মাসের শেষ দিকে এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।