আখাউড়ায় রেলসেতুর ওপর পড়ে ছিল তরুণের দ্বিখণ্ডিত লাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি রেলসেতুর ওপর থেকে হাফিজুল ইসলাম (২৮) নামের এক তরুণের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেলসেতুর ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ মধ্যপাড়ার আবদুল খালেক মিয়ার ছেলে। পুলিশ ধারণা করছে, রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেলসেতুর ওপর তরুণ হাফিজুলের দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও বিভিন্ন মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, রেলসেতু পার হতে গিয়ে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন ও বিভিন্ন মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।