৭৭টি কেন্দ্রের ফলাফলে আবদুস সাত্তার বড় ব্যবধানে এগিয়ে

আবদুস সাত্তার ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ফলাফলে বিএনপির দলছুট নেতা আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট উকিল আবদুস সাত্তার ভূঞা এগিয়ে রয়েছেন।

এ পর্যন্ত পাওয়া ৭৭টি কেন্দ্রের ফলাফলে আবদুস সাত্তার (কলার ছড়ি) পেয়েছেন ২২ হাজার ৯৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৫ হাজার ১৮৯ ভোট।

আজ বুধবার রাত সোয়া আটটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচন নিয়ন্ত্রণকক্ষে ওই ৭৭ কেন্দ্রের ফলাফল পৌঁছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া আটটা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ফলাফল এসেছে। এর মধ্যে আবদুস সাত্তার ভূঞা ২২ হাজার ৯৬৮ ভোট এগিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল) ৫ হাজার ১৮৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ পেয়েছেন ২ হাজার ৪৯৫ ভোট। জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির দুইবারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (আপেল) পেয়েছেন ২৭১ ভোট।