নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানজট তৈরি হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় অবস্থিত ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে রপ্তানিমুখী পোশাক কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। আজ রোববার সকালে কারখানাটির শ্রমিকেরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে রাস্তায় নেমে এসে শাসনগাঁও এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে পুলিশের একাধিক সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি ট্রাক, একটি প্রাইভেট কারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি। কারখানাটির শ্রমিক রেহানা আক্তার বলেন, প্রতি মাসেই বেতন নিয়ে টালবাহানা করে মালিকপক্ষ। সঠিক সময়ে বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া ও দোকানে বাকি পরিশোধ করতে পারেন না। অনেক শ্রমিক ঈদে বাড়ি যেতে পারেননি। এসব কারণে শ্রমিকেরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ওপর শটগানের গুলি ও কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর ঈদুল ফিতরের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় ঈদ বোনাস পরিশোধ করা হলেও তাঁদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে মার্চ মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু আর মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক ঈদে বাড়ি যেতে পারেননি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) মো. সেলিম প্রথম আলোকে বলেন, এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের কয়েকটি গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।