ফেনীতে মধ্যরাতে মহাসড়কে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী জেলার মানচিত্র

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ ও পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে মহাসড়কের লালপোল-মহিপালের মধ্যবর্তী স্থান লাতু মিয়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল।

পুলিশ ধারণা করছে, ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজন এ অগ্নিসংযোগ করতে পারেন, তবে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, শাসক দলের নেতা-কর্মীরা আগুন দিয়ে এখন বিএনপির নেতা-কর্মীর ওপর দায় চাপাচ্ছেন। এটি তাদের নতুন কৌশল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।