বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশু তাহমিদের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে মা–বাবার সঙ্গে মোটরসাইকেলে স্বপ্নপুরী পিকনিক স্পটে যাচ্ছিল চার বছরের শিশু তাহমিদ ইসলাম। পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহমিদের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহমিদ দিনাজপুরের খানসামা উপজেলার সলসপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাহমিদের মা–বাবা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই বাসের চালক নিশাত (২৪) ও চালকের সহযোগী আরিফুল ইসলামকে (২৩) আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে তৌহিদুল ইসলাম তাঁর ছেলে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিক স্পট স্বপ্নপুরীতে বেড়াতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের সামনে পৌঁছালে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। এতে শিশু তাহমিদসহ মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় স্বপ্নপুরীগামী একটি দ্রুতগতির বাস তাহমিদকে ধাক্কা দেয়।

পরে তাহমিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।