বাসের লকারে চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা, যুবক আটক

বাসের লকার থেকে জব্দ করা চালের ও টাকা। রোববার বিকেলে লালমনিরহাট সদর থানায়
ছবি: প্রথম আলো

লালমনিরহাট সদর উপজেলায় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের লকার তল্লাশির সময় চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ওই বাসে তল্লাশির সময় টাকাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মমিনুল ইসলাম (২৭) একজনকে আটক করেছে পুলিশ।

মমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুরের কিশামত তবকপুর গ্রামের বাসিন্দা। টাকা জব্দের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম প্রথম আলোকে বলেন, কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের লকার খুলে তল্লাশির সময় জব্দ করা বস্তায় প্রথম চাল থাকার কথা জানান মমিনুল। পরে বস্তার মুখ খুলতে গেলে তিনি জানান, চালের বস্তায় ৩৮ লাখ টাকা আছে। এত টাকা উলিপুর থেকে এভাবে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি।

ওসি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দ করা ৩৮ লাখ টাকাসহ মমিনুলকে সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর দেওয়া তথ্য-উপাত্তগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আগামীকাল সোমবার মমিনুলকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মমিনুল ইসলাম থানায় সাংবাদিকদের বলেন, ‘আমি কুড়িগ্রামের উলিপুরের একজন ব্যবসায়ীর জন্য রড ও সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলাম।’ ব্যাংক বা অনলাইনে টাকা লেনদেন সহজ ও নিরাপদ হলেও এভাবে এত টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।