সিলমারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে দিলেন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী
ছবি সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে সিলমারা ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের নেতা মো. সুমন। ভোটকেন্দ্রে বুথের ভেতর থেকে তোলা ছবি ব্যক্তিগত ফেসবুক আইডিতে তাঁরা পোস্ট করেছেন।

সিল মারা ব্যালট হাতে যুবলীগ নেতা মো. সুমন
ছবি সংগৃহীত

আজ বুধবার উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (চান মিয়ার দোকান) ভোটকেন্দ্রে ভোট দেন ইয়াকুব আলী ও আহম্মদপুর নুর নবী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন যুবলীগ নেতা মো. সুমন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইয়াকুব আলীকে আটক করা হয়েছে।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের নেতা ইয়াকুব আলী ও যুবলীগের নেতা মো. সুমন মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ব্যালট নিয়ে গোপন বুথে যান। সেখানে ব্যালটে সিল মারেন। বুথের সামনেই ব্যালটসহ ছবি তুলে পরে তাঁরা ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী ও যুবলীগ নেতা মো. সুমনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ চর সাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আহসানুল বারী ভূঁইয়া বলেন, কেন্দ্রের ভেতরে বুথের সামনে সিলমারা ব্যালটের ছবি তোলার বিষয়টি জানার পর উপজেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ওই ছাত্রলীগ নেতাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনি ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, ‘ভোটকেন্দ্রের গোপন বুথে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরও ওই ব্যক্তিরা কীভাবে মুঠোফোন ব্যবহার করছেন, তা আমাদের বোধগম্য নয়।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করার অভিযোগে ইয়াকুব আলী নামের একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।