দুপুরে সুপারিবাগানে গিয়েছিলেন, রাতে পাওয়া গেল নারীর গলা কাটা মরদেহ

লাশপ্রতীকী ছবি

লক্ষ্মীপুরে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলী এলাকার একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে লক্ষ্মীপুরে তিন দিনের ব্যবধানে দুই নারী হত্যার শিকার হয়েছেন।

নিহতের নাম মিনুয়ারা বেগম (৪৫)। তিনি ওই এলাকার রহিম মাঝি বাড়ির মমিন উল্যার স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তাঁর মেয়ে শিলা আক্তার জানান, গতকাল দুপুরে পাশের বাড়ির বাগানে সুপারির খোল কুড়াতে ঘর থেকে বের হন তাঁর মা। এরপর সন্ধ্যা হলেও ঘরে না ফেরায় স্বজনরা তাঁকে খুঁজতে বের হন। পরে ওই বাগানে গিয়ে তাঁর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশ বলছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই নারীর গলায় ও বাঁ হাতের কবজিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, এটি হত্যাকাণ্ড। পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বসতঘর থেকে হাত-পা বাঁধা নাজমুন নাহার (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।