তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হয়েছে। বৃহস্পতিবার সকালে
ছবি: সংগৃহীত

তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারীতে অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় এমন পরিস্থিতি তৈরি হয়।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানির পরিমাপক (গেজ রিডার) নুরুল ইসলাম বলেন, এ বছর এই প্রথম তিস্তা নদীর পানি বিপৎসীমার এত বেশি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তিস্তা নদী অববাহিকার হাতীবান্ধার গড্ডিমারী, শানিয়াজান, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, আদিতমারীর পলাশি, মহিষখোচা ও লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চলাচলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন।

লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র বলছে, তিস্তা, ধরলা, রত্নাইসহ জেলার সব নদ-নদীর পানিপ্রবাহের দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জরুরি ভিত্তিতে প্রয়োজন মেটাতে জেলা প্রশাসকের ত্রাণসহায়তার অংশ হিসেবে ৪০০ মেট্রিক টন জিআর চাল ও নগদ সাত লাখ টাকা মজুত আছে। যেখানে প্রয়োজন হবে, সেখানে এসব কাজে লাগানো হবে। মাঠপর্যায় থেকে এখন পর্যন্ত পানিবন্দী পরিবারের তালিকা বা সংখ্যা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষকে তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে।