ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র ইউনিয়নের মৌন মিছিল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মৌন মিছিল। সোমবার দুপুরে প্রশাসন ভবনের সামনে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌন মিছিল হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ‘শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করো’, ‘আবাসিক হলে দখলদারিত্ব বন্ধ করো’, ‘সব ধরনের শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করো’, ‘নির্যাতনকারী নেত্রীর সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকর্ড দেখা যায় মৌন মিছিলে।

উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইমানুল সোহান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইট, সহসভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস প্রমুখ।