সিলেট সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
সিলেটের ভারত–সীমান্তবর্তী কানাইঘাট লোভাছড়া এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ শিশু, ১২ জন পুরুষ ও ৪ জন নারীও রয়েছেন।
তাঁদের সীমান্তে একত্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এর আগে ১৪ মে সিলেটের জকিগঞ্জের ভারত সীমান্তবর্তী আটগ্রাম থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছিল বিজিবি।
পুলিশ সূত্র জানায়, বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) লোভাছড়া বিওপির সদস্যরা আজ সকালে কানাইঘাটের লোভাছড়া এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে ২১ জনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে কানাইঘাট থানা–পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
বিজিবির হাতে আটক ২১ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল। প্রথম আলোকে তিনি বলেন, এর আগেও ১৬ জনকে একই প্রক্রিয়ায় আটক করা হয়েছিল। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন। শনিবার আটক হওয়া ব্যক্তিরাও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাঁরা রাজশাহীর বাসিন্দা বলেও জানা গেছে।
বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ১৪ মে আটক হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছিল। শনিবার আটক ব্যক্তিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করার কথা রয়েছে।