নারীকে কৌশলে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এসআই গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

বরিশালে মামলার বিষয়ে কথা বলার জন্য আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগে উপপরিদর্শক (এসআই) আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল মহানগরের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

ওই নারী আজ শনিবার সকালে কোতোয়ালি মডেল থানায় এসআই আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেন। দুপুরে গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় সাময়িক বরখাস্তসহ এসআই আবুল বাশারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগকারী নারী বর্তমানে বরিশালের একটি হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে আছেন। তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তিনি বরিশাল মহানগর এলাকার বাসিন্দা।

এসআই আবুল বাশারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারিপুর গ্রামে। এর আগে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা পুলিশে কর্মরত থাকা অবস্থায় এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর এসআই আবুল বাশারের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। এরপর তাঁরা একে অপরের মুঠোফোন নম্বর নেন। ১৩ অক্টোবর একটি মামলার বিষয়ে এসআই আবুল বাশারকে ফোন করেন ওই নারী। ওই সময় তাঁর  অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী অবস্থান জানালে সেখানে যান তিনি।

একপর্যায়ে একটি মামলার বিষয়ে কথা আছে বলে ওই নারীকে কৌশলে নগরের প্যারারা সড়কের একটি আবাসিক হোটেলে নিয়ে যান আবুল বাশার। ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে নেওয়ার পর তিনি তাঁকে ধর্ষণ করেন। বিকেল পাঁচটার দিকে হোটেল কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে এক দিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি।