জামালপুরে ছুরিকাঘাতে কিশোর নিহত, নারী আটক
জামালপুর সদর উপজেলায় ছুরিকাঘাতে মো. শাওন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নান্দিনার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রত্না বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত শাওন নয়াপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে সদর উপজেলার নান্দিনার ময়নামতি মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিল।
নিহত কিশোরের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে নান্দিনা নয়াপাড়ার বাসিন্দা তৌহিদ ইসলাম ও তাঁর ছোট ভাই শহিদ ইসলামের মধ্যে ঝগড়া লাগে। কয়েক দিন আগে তৌহিদ ও শহিদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। শাওনের খালু তৌহিদ। খালু তৌহিদের পক্ষে শাওন হাতাহাতিতে অংশ নিয়েছিল। স্থানীয় লোকজন ঘটনাটি আপস করেও দিয়েছিলেন। এ ঘটনার জেরে গতকাল রোববার সন্ধ্যার দিকে নান্দিনার নয়াপাড়া এলাকায় প্রকাশ্যে শাওনকে ছুরিকাঘাত করেন শহিদ। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদের স্ত্রী রত্না বেগমকে আটক করেছে।
এ ঘটনার পর থেকে শহিদ ইসলাম গা ঢাকা দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নিহত কিশোরের চাচা বকুল মিয়ার অভিযোগ, তৌহিদ ও শহিদ দুই ভাই। পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন আগে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ওই সময় শাওন তাঁর খালু তৌহিদের পক্ষ নিয়ে শহিদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় এবং হাতাহাতি করে। এ ঘটনার জেরে শাওনকে ডেকে নিয়ে গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেন শহিদ। তিনি এ ঘটনার বিচার চান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তুচ্ছ ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।