সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: প্রথম আলো

দুই দিন পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে তাঁরা এ কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন

নিরাপত্তার বিষয় দৃশ্যমান হলে কাল কর্মবিরতি প্রত্যাহার করবেন ইন্টার্ন চিকিৎসকেরা

এর আগে গত সোমবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হুমকির পাশাপাশি মারধর করেন। এর প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

আরও পড়ুন

ওসমানী মেডিকেলে ভাঙচুরের ঘটনায় মামলা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

বৈঠক থেকে বের হয়ে ইন্টার্ন চিকিৎসকেরা গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁদের কাছে নিরাপত্তার বিষয়টি দৃশ্যমান হলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন।

আজ বেলা তিনটার দিকে যোগাযোগ করা হলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষকে নিরাপত্তায় পর্যাপ্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন

রোগীর মৃত্যুর ঘটনায় হামলা-ভাঙচুর, আটক ৪, ধর্মঘটের ডাক ইন্টার্ন চিকিৎসকদের

এদিকে হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় কর্তৃপক্ষ চারজনের নাম উল্লেখ করে সোমবার রাতেই সিলেট মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। এ মামলায় পুলিশ রোগীর চার স্বজনকে গ্রেপ্তার দেখিয়েছে। তবে রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন।