দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহপ্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুলিন হেমব্রম (৬০) নামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নিজ বাড়ির বারান্দার চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিন হেমব্রম শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও কৃষি শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বসতঘরের বারান্দায় পুলিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখেন তাঁর খালাতো ভাই রমেশ হেমব্রম। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহত ব্যক্তির এক ছেলে আছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।