নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, দুই কিশোর আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর অপরাধীর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোদনাইল লাকি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম ইয়াছিন (১৭)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে লাকি বাজারসংলগ্ন খালপাড় সড়কে একদল কিশোরের সঙ্গে কথা–কাটাকাটি হয় নিহত ইয়াছিনের। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোরেরা। পরে ওই কিশোরকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম প্রথম আলোকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে কথা–কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ইয়াছিনকে গুরুতর আহত করে একদল কিশোর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।