নৌকার অনুসারীদের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) চার কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতীকের কর্মীরা ভোটার কার্ড বিতরণ করতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন মো. বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারুক (২৮), ফজলুল করিম (৪০) ও মো. রাশেদুল (২২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈগল প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নিয়াজ মোর্শেদ অভিযোগ করেন, হামলার ঘটনায় তাঁরা রিটার্নিং কর্মকর্তা এবং মিরসরাই থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী তানভীর হোসেন বলেন, ‘ঈগল প্রার্থীর সমর্থকদের ওপর হামলার কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। তারা তো প্রতিদিনই কোনো কারণ ছাড়াই নালিশ করে বেড়াচ্ছে।’

বিকেল চারটার দিকে জানতে চাইলে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন প্রথম আলোকে বলেন, ‘সাহেরখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা হয়েছে, এমনটি আমার জানা নেই। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখব।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাহেরখালীতে নৌকার কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত কয়েকজন চিকিৎসা নিয়েছেন। তবে এ বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান। আসনটিতে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান। তিনিও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।