কুড়িগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে সাব্বির হোসেন (৪) ও ইভা মনি (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাথারীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সাব্বির উলিপুরের পাথারীবাড়ী এলাকার মাঈদুল ইসলামের ছেলে এবং ইভা ফজলাল রহমানের মেয়ে। দুই শিশু পরস্পরের আত্মীয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির ও ইভা বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, তারা খেলার একপর্যায়ে খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে খালে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।