সিরাজগঞ্জে প্রকাশ্যে ব্যক্তিকে শ্বাসনালি কেটে হত্যার পর থানায় গেলেন তরুণ
সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে শ্বাসনালি কেটে হত্যা করেছেন এক তরুণ। হত্যাকাণ্ডের পর সাইফুল ইসলাম নামের (২৬) ওই তরুণ নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের শাহী বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হোসেন কালিয়া গ্রামের জুরান আলীর ছেলে। আর সাইফুল ইসলাম শাহী বাড়ি গ্রামের বারিক হোসেনের ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা তিনটার দিকে কালিয়া হরিপুর ইউনিয়নের শাহী বাড়ি গ্রামে বাবলুর দোকানে বসে ছিলেন আলম। হঠাৎ সেখানে একটি ধারালো ছুরি নিয়ে আলমের ওপর হামলা করেন সাইফুল। হামলায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আলম। একপর্যায়ে সাইফুল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আলমের শ্বাসনালি কেটে দেন। পরে তিনি নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় হকচকিত এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
নিহত আলমের শ্বশুর দুলাল মুন্সী প্রথম আলোকে বলেন, আলম ও সাইফুল দুজনই এলাকায় মাদক ব্যবসা করতেন। মাদক ব্যবসাসংক্রান্ত কোনো বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। পাশাপাশি গলার শ্বাসনালি কেটে ফেলা হয়েছে। হত্যাকারী তরুণ থানায় আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।