রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কারাগারে

রংপুর জেলার মানচিত্র

রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনসহ দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলহাজতে পাঠিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালত।

রোববার দুপুরে তাঁরা দুজনে আদালতে জামিন নিতে গেলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক আবদুল মজিদ। আরেকজন হলেন নুর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন।

মামলার আরজি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মামলাটি করেন। ২০২২ সালের জুলাই মাসে বাদী রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়।  

রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেয়। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই-এর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আবদুল হক প্রামাণিক জানান, এ বিষয়ে তাঁরা উচ্চ আদালতে যাবেন।

অন্যদিকে সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।