কুষ্টিয়ায় হত্যা মামলায় দুজনের আমৃত্যু, একজনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় মোটরসাইকেল ছিনতাই ও চালককে হত্যার দায়ে দুজনকে আমৃত্যু এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১–এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার ফজলুর রহমান (৪৪) ও রাজবাড়ীর বেলগাছী গ্রামের মজিবর সেখ (৩৬)। তাঁরা দুজনই পলাতক আছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের খুশি বেগম ওরফে ফলসী (৫৪)। রায় ঘোষণার সময় খুশি বেগম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, রাজবাড়ীর কালুখালী উপজেলার সজিব উদ্দিন সেখের ছেলে নজরুল ইসলাম লতিফ (৩০) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১৩ সালের ১৬ জুলাই সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন দুপুরে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের একটি পাটখেতে তাঁর মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত নজরুলের বড় ভাই বিল্লাল সেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে খোকসা থানায় হত্যা মামলা করেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, ২০১৪ সালের ৩০ জুন মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক আছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।