গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

ট্রেনে পাথর নিক্ষেপ
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম গাফফারুল ইসলাম (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের স্নাতকোত্তরে (এমবিএ) পড়ছেন। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহাম্মদ বলেন, গতকাল রাত নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি গফরগাঁওয়ের ধলা রেলস্টেশনের চারিপাড়া এলাকায় আসার পর দুর্বৃত্তরা পাথর ছুড়তে শুরু করে। এ সময় ট্রেনের ভেতরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাফফারুল ইসলামের মাথায় একটি পাথরের আঘাত লাগে। এতে তাঁর মাথা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়। পরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নামার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মহিউদ্দিন আহাম্মদ আরও বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। তবে তাঁরা ধলা রেলস্টেশনের কাছে চারিপাড়া এলাকায় অভিযান চালিয়েছেন। ওই এলাকায় ট্রেনে পাথর ছোড়া বন্ধে রেলওয়ে পুলিশ নিয়মিত সচেতনতামূলক প্রচার অভিযান চালায় বলে তিনি জানান।