ভৈরবে মাদকাসক্ত ভাইয়ের ইটের আঘাতে বোনের মৃত্যু

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নেশাগ্রস্ত এক ব্যক্তির ইটের আঘাতে তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। রাতেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম বাবুল মিয়া (৩৫)। আর ইটের আঘাতে মারা গেছেন তাঁর ছোট বোন সুমা বেগম (২৫)।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেশা করায় প্রায় দুই বছর আগে বাবুলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি স্ত্রী-সন্তান নিয়ে একই ইউনিয়নের শম্ভুপুর এলাকায় বসবাস করেন। তাঁর ছোট বোন সুমার বিয়ে হয় কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। গতকাল সকালে সুমা বাবার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার দিকে বাবুল টাকা ও জায়গার ভাগ চাইতে বাড়িতে আসেন। এ সময় মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর। তিনি মাকে মারধর করেন। তখন ছোট বোন সুমা বাবুলকে নিবৃত্ত করতে এলে বাবুল তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন। রাত নয়টার গুরুতর আহত অবস্থায় সুমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ রাতেই বাবুলকে আটক করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, বাবুল মাদকাসক্ত। বোনের মাথায় ইট দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন তিনি।