নির্যাতন যতই তীব্র হোক, খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবেই: বিএনপির ভাইস চেয়ারম্যান

বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হুমকি দিয়ে জনতার দল বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না। সময় যতই অল্প হোক, নির্যাতন যতই তীব্র হোক, ৪ ফেব্রুয়ারির খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবেই। আজ শনিবার খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা বিএনপির ঘাঁটি উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, কখনো কোনো অপশক্তির কাছে বিএনপি মাথা নত করেনি। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট কর্তৃত্ববাদীর কাছে মাথা নত করবে না। আন্দোলনের মাধ্যমেই তাঁবেদার সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসানসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবি করে শামসুজ্জামান বলেন, মামলা দিয়ে, হামলা করে, গ্রেপ্তার করে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না। বর্তমান সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, সহসম্পাদক অমলেন্দু দাশ, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান। সভায় আরও বক্তৃতা করেন বিএনপির নেতা মফিকুল হাসান, মজিবুর রহমান, জাকির হোসেন, জাভেদ মাসুদ, এম এ সালাম, কাজী আলাউদ্দিন, ওয়াহিদুজ্জামান, মীর রবিউল ইসলাম, সাবিরা নাজমুল, সাবেরুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু হোসেন।

সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি।