নোয়াখালীতে বাগানে মিলল অটোরিকশাচালকের লাশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের একটি বাগানের ভেতর থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. মামুন (২০)। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত মামুন রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন ধরে মো. মামুনের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যেরা আশপাশের বিভিন্ন এলাকা ও স্বজনদের বাড়িতে খোঁজ নেন। এর মধ্যেই আজ সকালে রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের একটি বাগানে স্থানীয় বাসিন্দারা মামুনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাশ দেখে মনে হচ্ছে, দুই–তিন দিন আগে মো. মামুনকে শ্বাসরোধে খুন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’