কোটি টাকা নিয়ে ব্যাংক ম্যানেজার উধাও

শাখা ব্যবস্থাপকের খালেদ সাইফুল্লাহ

পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে তিন দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় জিডি করা হয়েছে। জানা যায়, তিনি দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ এবং ঈশ্বরদী করপোরেট শাখা থেকে ১ কোটি টাকা তোলেন। টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর পৌঁছাননি। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্ত করছে।