ফেনীতে ঝগড়ার সময় ধাক্কা, বাবার মৃত্যু, ছেলে আটক

হাতকড়া
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ধাক্কায় পড়ে গিয়ে রুহুল আমিন (৭৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে বোরহান উদ্দিনকে (৩৮) আটক করেছে ছাগলনাইয়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে রুহুল আমিন, তাঁর স্ত্রী ও ছেলে বোরহান উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় বোরহান উত্তেজিত হয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মাথায় আঘাত পান রুহুল আমিন। মাকেও ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখেন বোরহান।

পরে কান্নাকাটি ও চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে রুহুল আমিনকে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সময় ছেলের ধাক্কার আঘাতে বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।