যশোরে শেখ আফিলের আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মুজিবুদ্দৌলা

যশোর-১ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন নবী নওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার। আজ দুপুরে সাংবাদিকদের ডেকে এ কথা জানান তিনি
ছবি: প্রথম আলো

যশোর-১ (শার্শা) আসন থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার। আজ শনিবার দুপুরে যশোর শহরের অভিজাত একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে এ কথা জানান তিনি।

যশোর-১ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা তিনবারের সংসদ সদস্য। এ আসনে আরও কয়েকজন দলীয় মনোনয়নপ্রত্যাশী থাকলেও তাঁরা কেউ প্রার্থী হবেন বলে এখনো ঘোষণা দেননি। প্রথম মুজিবুদ্দৌলা সরদারই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের ডেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সংসদ সদস্য তবিবর রহমান সরদারের দৌহিত্র।

মুজিবুদ্দৌলা সরদার বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবার স্বচ্ছ, ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা প্রয়োজন, পারিবারিক ও ছাত্ররাজনীতির ইতিহাস ঘাঁটলে অন্য সব মনোনয়নপ্রত্যাশীর চেয়ে আমি অনেক এগিয়ে। যদি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি এই আসনের যোগ্যতম প্রার্থী। সংসদীয় আসন শার্শা উপজেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জনসংযোগ করে প্রতিটি ওয়ার্ডে সংগঠনের গতি ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছি।’

মুজিবুদ্দৌলা সরদার জানান, ১৯৮২ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে তিনি সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপর শার্শার নাভারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আইন সমিতিসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। যশোরে ফিরে দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।