আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

খুলনা জেলার মানচিত্র

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার একটি আইসক্রিম কারখানাকে বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাজার তদারক কার্যক্রম পরিচালনার সময় জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে তদারক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ, মোড়কে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, অনুমোদনহীন রং ও ফ্লেভার ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করার অপরাধে সেনহাটির বেবি সুপার আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তদারক কার্যক্রম পরিচালনার সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।