লাইনচ্যুতির ৮ ঘণ্টা পর রাজশাহীর রুটে রেল যোগাযোগ শুরু

ট্রেন
প্রতীকী ছবি

রাজশাহী থেকে আট ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর রেল যোগাযোগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যায়।

রাজশাহী রেলস্টেশন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত নয়টায় পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির একেবারের পেছনের বগি লাইনচ্যুত হয়। পরে দিবাগত রাত একটার দিকে পেছনের বগি রেখে ট্রেনটি ছেড়ে যায়। এ দুর্ঘটনায় রেললাইনের স্লিপার ভেঙে যায়। সেটি সারাতে সকাল হয়ে যায়। এতে গতকাল সোমবার রাত ১১টা ২০ মিনিটের ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়। পরে সকাল আজ সাড়ে ছয়টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম আজ সকালে বলেন, লাইন সারাতে সকাল হয়ে যায়। এতে রাতে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। পরে আজ সকাল সাড়ে ছয়টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অন্য ট্রেনগুলোও শিডিউলে খানিকটা সময় লাগবে বলে তিনি জানান।

রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন বলেন, রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সরদহ স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেনটি আর ছাড়া যায়নি। রাতেই ট্রেনের টিকিট যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।