বাড়ি লিখে নিতে মাকে মারধরের মামলায় ছেলে কারাগারে

চাঁদপুর জেলা মানচিত্র

চাঁদপুরে বাড়ি লিখে নিতে মাকে মারধরের অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। পরে শাহীদা বেগম নামের ওই নারীর করা মামলায় ছেলে শাহাদাত হোসেনকে (৩৮) গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুল-সংলগ্ন এলাকায় গতকাল রোববার সকালে এই মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শাহীদা বেগম সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে শাহীদা বেগম উল্লেখ করেন, পৈতৃক সূত্রে তিনি টেকনিক্যাল স্কুল-সংলগ্ন এলাকায় একটি বাড়ি পান। তাঁর স্বামী মো. আলী জিন্না একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। পেনশনের টাকা দিয়ে তাঁরা কোনো রকম দিনযাপন করেন। তাঁদের ছেলে শাহাদাত হোসেনের স্বভাব-চরিত্র ভালো না। পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটি লিখে দেওয়ার জন্য শাহাদাত দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। মাঝেমধ্যে মারধরও করেন। সবশেষ রোববার সকালে শাহাদাত হোসেন তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ কারণে তিনি ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, মাকে মারধর করার ঘটনায় রোববার বিকেলে শাহাদাতকে আটক করে পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।